ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

সময় টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাবনা প্রেসক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজুর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১ টার সময় হামিদ রোড় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে স্থানীয় সংবাদকর্মী ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন।


প্রতিবাদ জানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএফ) পাবনা জেলা শাখা ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি জেলা শাখার সদস্যরা। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক সৈকতের বিরুদ্ধে সম্প্রতি ডিজিটাল আইনে মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা ও মত প্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ। অবিলম্বে সাংবাদিক সৈকতের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বক্তারা।


এ সময় বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএফ) পাবনা জেলা শাখা’র সভাপতি ডা.আব্দুল সালাম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি জেলা শাখা’র সভাপতি মামুনুর রহমানসহ স্থানীয় সংবাদকর্মীরা।


এদিকে, একই দাবিতে ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন করে ঈশ্বরদীতে কর্মরত গণমাধ্যম কর্মীরা। সকাল সাড়ে ১০ টায় ঈশ্বরদী প্রেসক্লাবের আয়োজনে শহরের স্টেশন রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুর রহমান ফান্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম আবুল বাসার, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক ও সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আসাদুজ্জামান আসিফসহ আরও অনেকে।


উল্লেখ্য, গত ৮ই মার্চ পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে সাবেক এমপি আরজুর ভাতিজা পরিচয় দেয়া এক ব্যক্তির বাড়িতে অস্ত্রের কারখানার সন্ধান পাওয়ার কথা জানান পুলিশ। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সাবেক সংসদ সদস্য আরজু এ মামলা দায়ের করেন।

ads

Our Facebook Page